এমইএস এর সদস্যদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।
ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে বুধবার দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।
নৌবাহিনী প্রধান তার ভাষণের শুরুতেই বিজয়ের এই মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তিনি বলেন, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য সেবাদানকারী আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। ‘সেবাই ব্রত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এমইএস এর সদস্যবৃন্দকে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহ্বান জানান।
দক্ষ মানব সম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতেও এমইএস তার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। এ সময় প্রধান অতিথি এমইএস এর কর্মকর্তাদের নিকট থেকে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।
সম্মেলনের তৃতীয় দিনে এমইএস এর সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে দেশের স্বনামধন্য ০৫টি প্রতিষ্ঠানের কারখানা, উৎপাদিত পণ্যের গুণগতমান এবং উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করা হবে। এতে কর্মকর্তারা কারিগরি অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্র বাহিনীর নির্মাণাধীন ও নির্মিতব্য প্রকল্প কাজের গুণগতমান বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও এমইএস এর বার্ষিক সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে পরিচালক, পূর্ত পরিদপ্তর, বাহিনী সদর দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী, সেনা, নৌ এবং বিমান বাহিনী এমইএস এর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

