আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৮১ পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

স্টাফ রিপোর্টার

৮১ পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশনের (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল-বিকাল দুইভাগে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং বেলা ২টা থেকে ৪১টিসহ মোট ৮১ টি পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবলায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এরআগে এর আগে ইসির চলমান সংলাপের অংশ হিসেবে ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন