বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনে শিশুদের ক্লাস চলছিল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫: ১৭
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫: ২৬

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন।

মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ের ওপরে পড়ে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়। এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে । খবর বিবিসি বাংলার।

জানা গেছে, এ ঘটনায় একজন নিহত আর অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত