স্টাফ রিপোর্টার
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, পাহাড়ে বিদ্রোহ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য প্রয়োজনে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি বাড়াতে হবে।
বুধবার রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফের অ্যাসোসিয়েশনের (রাওয়া) হেলমেট হলে আয়োজিত 'সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, আমাদের আলোচনার শিরোনামে আমরা বলেছি সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম। কিন্তু আমি এটাকে আগ্রাসনের মুখে পার্বত্য চট্টগ্রাম বলতে চাই। কারণ হচ্ছে, বিষয়টা কেবল পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, বরং এটা একটি ভূরাজনৈতিক আগ্রাসন। কাজেই যখন আমরা সমস্যার সমাধানের কথা বলব- বিষয়টা এমন না যে, অভ্যন্তরীণ অংশীজনরা আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। এটার সঙ্গে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা জড়িত।
আমার দেশ সম্পাদক বলেন, শান্তি বাহিনী ১৯৭৬ সালের আগে বাংলাদেশে কোনো আগ্রাসন চালায়নি। ফলে মনে হচ্ছে, ভারত একটি অস্ত্র হাতে রেখেছিল, যেটি সময় সুযোগ মতো ব্যবহার করছে। এটাই হচ্ছে বাস্তবতা। যে সময়ে ভারতের পছন্দের সরকার ক্ষমতায় থাকবে না, তখন তারা এই অস্ত্র ব্যবহার করবে।
মামুদুর রহমান বলেন, এই যে ভারতীয় আগ্রাসন এর সঙ্গে একটা স্থানীয় গোষ্ঠী জড়িত আছে। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের কথা বলছি না। আমাদেরও একটা বড় রাজনৈতিক শক্তি এই ভারতীয় আগ্রাসনের সহযোগী। তার মধ্যে অন্যতম সহযোগী ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সমর্থকরা। এটা বুঝতে না পারলে পুরো সমস্যা বোঝা যাবে না।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, পাহাড়ে বিদ্রোহ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য প্রয়োজনে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি বাড়াতে হবে।
বুধবার রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফের অ্যাসোসিয়েশনের (রাওয়া) হেলমেট হলে আয়োজিত 'সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, আমাদের আলোচনার শিরোনামে আমরা বলেছি সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম। কিন্তু আমি এটাকে আগ্রাসনের মুখে পার্বত্য চট্টগ্রাম বলতে চাই। কারণ হচ্ছে, বিষয়টা কেবল পার্বত্য চট্টগ্রামের সমস্যা না, বরং এটা একটি ভূরাজনৈতিক আগ্রাসন। কাজেই যখন আমরা সমস্যার সমাধানের কথা বলব- বিষয়টা এমন না যে, অভ্যন্তরীণ অংশীজনরা আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। এটার সঙ্গে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা জড়িত।
আমার দেশ সম্পাদক বলেন, শান্তি বাহিনী ১৯৭৬ সালের আগে বাংলাদেশে কোনো আগ্রাসন চালায়নি। ফলে মনে হচ্ছে, ভারত একটি অস্ত্র হাতে রেখেছিল, যেটি সময় সুযোগ মতো ব্যবহার করছে। এটাই হচ্ছে বাস্তবতা। যে সময়ে ভারতের পছন্দের সরকার ক্ষমতায় থাকবে না, তখন তারা এই অস্ত্র ব্যবহার করবে।
মামুদুর রহমান বলেন, এই যে ভারতীয় আগ্রাসন এর সঙ্গে একটা স্থানীয় গোষ্ঠী জড়িত আছে। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের কথা বলছি না। আমাদেরও একটা বড় রাজনৈতিক শক্তি এই ভারতীয় আগ্রাসনের সহযোগী। তার মধ্যে অন্যতম সহযোগী ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সমর্থকরা। এটা বুঝতে না পারলে পুরো সমস্যা বোঝা যাবে না।
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩১ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে