আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটের আগে অনুদান ও সংবর্ধনায় ইসির নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ভোটের আগে অনুদান ও সংবর্ধনায় ইসির নিষেধাজ্ঞা

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আগে অনুদান, বরাদ্দ ও সংবর্ধনা গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন-পূর্ব সময়ে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাঁদের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাঁদা, অনুদান কিংবা উপটৌকন প্রদান বা এর প্রতিশ্রুতি দিতে পারবে না।

ইসির জারি করা ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ধারা ৪ অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ প্রকাশ্যে বা গোপনে অনুদান বা উপটৌকন দিতে কিংবা কোনো প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। একই সময়ে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন বা রাজস্ব প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচনও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সরকারি বা আধা-সরকারি তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা বা অর্থ বরাদ্দ দেওয়া যাবে না। আচরণ বিধিমালার ধারা ৫ অনুযায়ী, সরকারি ডাকবাংলো, রেস্ট হাউজ, সার্কিট হাউজ বা সরকারি কার্যালয় রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।

ইসি জানিয়েছে, আচরণ বিধিমালা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। গুরুতর লঙ্ঘনের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রাখে নির্বাচন কমিশন।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার চলবে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন