আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে গুলি: চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রত্যক্ষদর্শীর বর্ণনায়

আমার দেশ অনলাইন
হাদিকে গুলি: চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রত্যক্ষদর্শীর বর্ণনায়
ওসমান হাদির ওপর হামলার আগের চিত্র। ছবি : সংগৃহীত

ছুটির দিনে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকাই থাকে। গতকাল শুক্রবার দুপুরেও এর ব্যতিক্রম ছিল না। দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ‘বাঁচাও’ আর্তনাদ ভেসে আসে একটি অটোরিকশা থেকে। কাছে গিয়ে লোকজন দেখতে পান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তার মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পাঠানো হয় এভারকেয়ার হাসপাতালে।

চলন্ত রিকশায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয়, সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে ছিলেন সাজ্জাদ খান নামের এক ব্যক্তি। হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, সেই ঘটনার বর্ণনা একটি গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন তিনি।

সাজ্জাদ খান জানান, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ‘ডক্টর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

সাজ্জাদ খান বলেন, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি অটোরিকশায় চড়ে বিজয়নগরে যাচ্ছিলেন। রিকশায় তার পাশে আরেকজন ছিলেন। একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশাকে অনুসরণ করেন। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে কালো চাদর ছিল। ওই চাদরে তার দুই হাত ঢাকা ছিল। তাদের মোটরসাইকেল অটোরিকশার বরাবর এলে পেছনে বসা ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। মুহূর্তের মধ্যে তারা মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান।

সাজ্জাদ বলেন, এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করেন। রিকশাটি থামার পর লোকজন সেখানে ভিড় করে। এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় তার পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি মোটরসাইকেলের দুই আরোহী পেছন থেকে একটি ব্যাটারিচালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় দুজন যাত্রী ছিলেন। আর মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিনসের প্যান্ট এবং পেছনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান।

গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরই অংশ হিসেবে গত কয়েক দিন ধরে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন