উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনে চলছিল পাঠদান কার্যক্রম। এতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকসহ প্রায় দেড় শতাধিক মানুষ হতাহত হন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।


রাজধানীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত