আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮টি ফ্লাইট

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮টি ফ্লাইট
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। রোববার এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন