আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়াসার পানির দাবিতে বিহারীদের কালশী রোড অবরোধ

স্টাফ রিপোর্টার

ওয়াসার পানির দাবিতে বিহারীদের কালশী রোড অবরোধ

নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছে মিরপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দারা। শনিবার বিকেলে রাজধানীর পল্লবী থানাধিন মিরপুর-১১ এর রহমত ক্যাম্প হতে বের হওয়া মিছিলটি কালসী রোডের ২৪ তলা গার্মেন্টস এর সামনে গিয়ে সমাবেশ করে।

বিজ্ঞাপন

এতে বক্তারা বলেন, ওয়াসার কতিপয় কর্মকর্তা অনৈতিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে ক্যাম্পে পানির সরবরাহ বন্ধ করে পানি-বাণিজ্য করছে। এর মধ্যে একজন ওয়াসা ১০ নং জোনের নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক ইচ্ছে মতো পানি সংযোগ ও বিচ্ছিন্ন করেন। তাকে যারা টাকা দেয় তাদের লাইনে নিয়মিত পানি সরবরাহ থাকে। গুটিকতক দুর্নীতিবাজ কর্মকর্তার কারনে ওয়াসার বদনাম হচ্ছে।

সমাবেশে উর্দুভাষীদের সংগঠন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে দায়ী করেন। তিনি আরও বলেন, ওয়াসার অব্যবস্থাপনা ও দুর্নীতি এর কারণে রাজধানীবাসি পানি কষ্টের শিকার হচ্ছেন। মিরপুর ১০-১১-১২ এর আবাসিক এলাকায় পানি থাকলেও বিহারী ক্যাম্পে পানির লাইন ও পানি সরবরাহ বিঘ্নিত।

ডেসকো ও ওয়াসা কর্তৃপক্ষ অনেকটাই বর্ণবাদী আচরণ করছে। তিনি ওয়াসা ও ডেসকোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিবিআরএ এর রহমত ক্যাম্পের সভাপতি নান্নু মহাজনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি ও অবরোধ কর্মসূচির বিশেষ অতিথি কাওসার পারভেজ ভুলু বলেন যে, ওয়াসার লোকজন দালাল ও মাস্তান নিয়োগ করে বিহারিদের নিকট হতে পানির বিনিময়ে টাকা তুলছে, অভিযোগ দিলেও জোনাল কর্মকর্তা শুনছেন না। তারা পানির কষ্টসহ তাদের অমানবিক জীবন যাপনের চিত্র তুলে ধরেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিহারী নেতা ওসমান গনি মহাজন, মোহাম্মদ সাব্বির, আলাউদ্দিন, আসমা বেগম, রিয়াজউদ্দিন মুকুল, শামসুদ্দিন মুন্না আনিসুর রহমান বেচু, আরমান দিল্লিওয়ালা, মোঃ সনু, হাসিনা বেগম প্রমুখ।

বিকেলে কালশি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পল্লবী থানার ওসির অনুরোধে বিহারী নেতৃবৃন্দ সড়ক হতে অবরোধ তুলে নেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...