স্টাফ রিপোর্টার
নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছে মিরপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দারা। শনিবার বিকেলে রাজধানীর পল্লবী থানাধিন মিরপুর-১১ এর রহমত ক্যাম্প হতে বের হওয়া মিছিলটি কালসী রোডের ২৪ তলা গার্মেন্টস এর সামনে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তারা বলেন, ওয়াসার কতিপয় কর্মকর্তা অনৈতিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে ক্যাম্পে পানির সরবরাহ বন্ধ করে পানি-বাণিজ্য করছে। এর মধ্যে একজন ওয়াসা ১০ নং জোনের নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক ইচ্ছে মতো পানি সংযোগ ও বিচ্ছিন্ন করেন। তাকে যারা টাকা দেয় তাদের লাইনে নিয়মিত পানি সরবরাহ থাকে। গুটিকতক দুর্নীতিবাজ কর্মকর্তার কারনে ওয়াসার বদনাম হচ্ছে।
সমাবেশে উর্দুভাষীদের সংগঠন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে দায়ী করেন। তিনি আরও বলেন, ওয়াসার অব্যবস্থাপনা ও দুর্নীতি এর কারণে রাজধানীবাসি পানি কষ্টের শিকার হচ্ছেন। মিরপুর ১০-১১-১২ এর আবাসিক এলাকায় পানি থাকলেও বিহারী ক্যাম্পে পানির লাইন ও পানি সরবরাহ বিঘ্নিত।
ডেসকো ও ওয়াসা কর্তৃপক্ষ অনেকটাই বর্ণবাদী আচরণ করছে। তিনি ওয়াসা ও ডেসকোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিবিআরএ এর রহমত ক্যাম্পের সভাপতি নান্নু মহাজনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি ও অবরোধ কর্মসূচির বিশেষ অতিথি কাওসার পারভেজ ভুলু বলেন যে, ওয়াসার লোকজন দালাল ও মাস্তান নিয়োগ করে বিহারিদের নিকট হতে পানির বিনিময়ে টাকা তুলছে, অভিযোগ দিলেও জোনাল কর্মকর্তা শুনছেন না। তারা পানির কষ্টসহ তাদের অমানবিক জীবন যাপনের চিত্র তুলে ধরেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিহারী নেতা ওসমান গনি মহাজন, মোহাম্মদ সাব্বির, আলাউদ্দিন, আসমা বেগম, রিয়াজউদ্দিন মুকুল, শামসুদ্দিন মুন্না আনিসুর রহমান বেচু, আরমান দিল্লিওয়ালা, মোঃ সনু, হাসিনা বেগম প্রমুখ।
বিকেলে কালশি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পল্লবী থানার ওসির অনুরোধে বিহারী নেতৃবৃন্দ সড়ক হতে অবরোধ তুলে নেন ।
নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছে মিরপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দারা। শনিবার বিকেলে রাজধানীর পল্লবী থানাধিন মিরপুর-১১ এর রহমত ক্যাম্প হতে বের হওয়া মিছিলটি কালসী রোডের ২৪ তলা গার্মেন্টস এর সামনে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তারা বলেন, ওয়াসার কতিপয় কর্মকর্তা অনৈতিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে ক্যাম্পে পানির সরবরাহ বন্ধ করে পানি-বাণিজ্য করছে। এর মধ্যে একজন ওয়াসা ১০ নং জোনের নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক ইচ্ছে মতো পানি সংযোগ ও বিচ্ছিন্ন করেন। তাকে যারা টাকা দেয় তাদের লাইনে নিয়মিত পানি সরবরাহ থাকে। গুটিকতক দুর্নীতিবাজ কর্মকর্তার কারনে ওয়াসার বদনাম হচ্ছে।
সমাবেশে উর্দুভাষীদের সংগঠন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে দায়ী করেন। তিনি আরও বলেন, ওয়াসার অব্যবস্থাপনা ও দুর্নীতি এর কারণে রাজধানীবাসি পানি কষ্টের শিকার হচ্ছেন। মিরপুর ১০-১১-১২ এর আবাসিক এলাকায় পানি থাকলেও বিহারী ক্যাম্পে পানির লাইন ও পানি সরবরাহ বিঘ্নিত।
ডেসকো ও ওয়াসা কর্তৃপক্ষ অনেকটাই বর্ণবাদী আচরণ করছে। তিনি ওয়াসা ও ডেসকোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিবিআরএ এর রহমত ক্যাম্পের সভাপতি নান্নু মহাজনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি ও অবরোধ কর্মসূচির বিশেষ অতিথি কাওসার পারভেজ ভুলু বলেন যে, ওয়াসার লোকজন দালাল ও মাস্তান নিয়োগ করে বিহারিদের নিকট হতে পানির বিনিময়ে টাকা তুলছে, অভিযোগ দিলেও জোনাল কর্মকর্তা শুনছেন না। তারা পানির কষ্টসহ তাদের অমানবিক জীবন যাপনের চিত্র তুলে ধরেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিহারী নেতা ওসমান গনি মহাজন, মোহাম্মদ সাব্বির, আলাউদ্দিন, আসমা বেগম, রিয়াজউদ্দিন মুকুল, শামসুদ্দিন মুন্না আনিসুর রহমান বেচু, আরমান দিল্লিওয়ালা, মোঃ সনু, হাসিনা বেগম প্রমুখ।
বিকেলে কালশি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পল্লবী থানার ওসির অনুরোধে বিহারী নেতৃবৃন্দ সড়ক হতে অবরোধ তুলে নেন ।
ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেমসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
১০ ঘণ্টা আগে