বদলে যাচ্ছে পুলিশ র‌্যাব আনসারের পোশাক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অবশেষে পুলিশ, আনসার ও র‍্যাবের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পোশাক পরিবর্তনের সঙ্গে তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত