উপসহকারী কৃষি কর্মকর্তা বাছাইয়ের ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০: ৩৮

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান' পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
এতে মোট ৭ হাজার ২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ ফল প্রকাশের কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১১ জুলাই এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com