মাইলস্টোন ট্র্যাজেডি : এবার চলে গেলো চৌদ্দ বছরের আয়ান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০: ৩৪
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০: ৩৭

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে দুইটাই মারা যায় আয়ান। নিহত আয়ান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তার শরীরে ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। মিরপুর মধ্য মনিপুরের মোহাম্মদ আলী মাসুদের ছেলে আয়ান।

বিজ্ঞাপন

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

যদিও রোববার সকাল ১০টা নাগাদ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৩৪। আর আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত