সাবেক কাউন্সিলর আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৮: ০৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রী শামীমা আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে সংগ্রহ করা নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে ফেলেছেন। এ ছাড়া অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তির বাসাটিও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত