সাবেক ডিএজি রূপা ও ডিএফও সাইদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৫: ৫০

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌসী রূপা এবং ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দু’আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের পক্ষ থেকে সাবেক ডেপুটি অ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার এবং বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অপরদিকে, সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ সহকারী পরিচালক এলমান আহাম্মদ রনি।

দুদকের আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত