ভারতকে বাদ দিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় যে নতুন ব্লক তৈরির কথা বলছে, সেখানে বাংলাদেশ চাইলে যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে পাকিস্তানের সঙ্গে গ্রুপিং করা সম্ভব না। আমাদের কথা বাদ দিলাম। আমাদের পক্ষে সম্ভব। কিন্তু নেপাল বা ভারতের পক্ষে সম্ভব না। উনি (পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার) একটা কথা বলেছেন, কোনোকালে হয়তো এটার অগ্রগতি হতেও পারে।
বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিয়ে সম্প্রতি একটি ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে। এটি দক্ষিণ এশিয়া ও এখানকার বাইরের অন্যান্য দেশকে নিয়ে আরো সম্প্রসারিত হতে পারে। গত বুধবার ‘ইসলামাবাদ কংক্লেভ’ ফোরামে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ মন্তব্য করেছেন।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় দেশে স্থানান্তরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমরাও আপনাদের মতো শুনেছি। এটাতে আমার কিছু করার নেই। বাংলাদেশেরও কিছু করার নেই। আমরা চাই, উনি ফেরত আসুক।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা তোলার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আর এটা প্রক্রিয়ার ব্যাপার, দেখা যাক আমরা কতটুকু করতে পারি। র্যাবের কাজে স্পষ্টত অনেক অগ্রগতি হয়েছে। এটা অনেকে স্বীকার করেন। গত ১৫ বছরে র্যাব যা করেছে সে তুলনায়…কিছু অভিযোগ থাকতে পারে। কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই। কারও যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, কেউ যেন গুম না হয়; কেউ যেন বিচারবহির্ভূত হত্যার শিকার না হয়, এ ব্যাপারে আমাদের শতভাগ কমিটমেন্ট আছে।


সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা