আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারাদেশে ১৬৪৯ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

সারাদেশে ১৬৪৯ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ককটেল উদ্ধার

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় (একদিনে) ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল।

বিজ্ঞাপন

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।

এই রায় ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। সারা দেশে যানবাহনে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...