চাঁপাই-রাজশাহী থেকে ঢাকায় আম পৌঁছাবে ডাক বিভাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৮: ৩২
আপডেট : ১৫ মে ২০২৫, ২২: ৫৪

কওমি উদ্যোক্তা অনলাইন খাটি আমের মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কওমি উদ্যোক্তা’র উদ্যোগে আয়োজিত আমের মেলার ডেলিভারি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ আয়োজন ডাক বিভাগ এবং কওমি উদ্যোক্তা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দেশের উদ্যোক্তাদের পণ্যের সহজ, সাশ্রয়ী ও দ্রুততম ডেলিভারির মাধ্যমে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে ডাক বিভাগ বিশেষ সহযোগিতা প্রদান করবে। এতে উদ্যোক্তারা সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারবে এবং লজিস্টিকস সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, উদ্যাক্তাদের কাজকে সহজ করতে আমরা কাজ করছি। নাগরিক সেবা নামে একটি ওয়েবসাইট করেছি যার মাধ্যমে এক সাথে উদ্যোক্তাগণ সব ধরনের সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কওমি উদ্যোক্তা’র ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান, কো ফাউন্ডার মুমিনুল ইসলামসহ অন্যান্য মডারেটর ও উদ্যোক্তাগণ। তারা এ ধরনের উদ্যোগকে ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

ডাক বিভাগের মাধ্যমে সহজ ও সাশ্রয়ী ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে ‘কওমি উদ্যোক্তা’ প্ল্যাটফর্ম বাংলাদেশের ইকমার্স উদ্যোক্তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত