আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হচ্ছে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হচ্ছে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল (২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার) থেকে শুরু হচ্ছে নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ (২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার) কারওয়ান বাজারের ওয়াসা ভবনে অবস্থিত এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সংবাদ সম্মেলন আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ এবং এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

গণতন্ত্র সুরক্ষায় আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ছায়া সংসদের আদলে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার অন্যান্য সেশনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিন এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ প্রমুখ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজচিন্তক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

এই নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং তেজগাঁও কলেজের বিতার্কিকেরা।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ টাকা, রানারআপ দলকে দেড় লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের বিতার্কিকদের ১ লাখ টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে নগদ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন