স্যানিটারি ন্যাপকিন নিয়ে যা বললেন ফারুকী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৪৮
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ১৭

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বন্ধ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এরই মধ্যে নারীস্বাস্থ্য সুরক্ষার এই পণ্যটি বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এবার একই বিষয়ে কথা বললেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনাকে বেদনার বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি একথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা ফারুকী লিখেছেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যে কোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার।

তিনি লিখেছেন, এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও। যাই হোক বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যে আগামীকাল থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

এর আগে, অমর একুশে গ্রন্থমেলায় প্রদর্শিত নারীস্বাস্থ্য সুরক্ষার ‘স্টে সেইফ’ নামে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করে দেয় বইমেলা কর্তৃপক্ষ। কিছু ইসলামিস্ট গ্রুপ ‘গোপন পণ্য’ আখ্যা দিয়ে স্যানিটারি ন্যাপকিন প্রকাশ্যে বিক্রি বা প্রদর্শনীতে আপত্তি জানায়। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে দুটি স্টল বন্ধ করে দেয় বাংলা একাডেমি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত