আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন রাজনৈতিক দলের সঙ্গে আজ সকালে বসবেন প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন
তিন রাজনৈতিক দলের সঙ্গে আজ সকালে বসবেন প্রধান উপদেষ্টা

বিএনপি, জামায়াত ও এনসিপিকে আজ যমুনায় ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। এছাড়াও এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা করবেন বলেও জানা গেছে।

এদিকে, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের যমুনায় ডাকা হয়। এবং তাদের সাথে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এর আগে, শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন