আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এ দিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান। শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডের নেয়ার আদেশ দেন আদালত।

সোমবার ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

মামলায় অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের গত বছর ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন