
প্রতিনিধি, জবি

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ জন শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে লালকুঠি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে এবং কেউ হতাহত হননি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, “নৌকায় ১৫-২০ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় একটি লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নদীতে লাফ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়। বর্তমানে সবাই নিরাপদে আছেন।”
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার রাতে নৌকা ভ্রমণে বের হন। রাতের দিকে লালকুঠির ঘাট এলাকায় পৌঁছালে লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায়।
ঘটনায় ডুবে যাওয়া শিক্ষার্থী মোকছেদুল ইসলাম বলেন, “আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালকদের বারবার বলার পরেও তারা নৌকা সরাতে পারেননি। এরপর পাশ দিয়ে লঞ্চ আসতে দেখে আমরা নদীতে লাফ দিই। তিনজন মেয়েসহ সবাই নিরাপদে আছি। তবে দুইজনের ফোন হারিয়েছে এবং কয়েকজনের ফোন নষ্ট হয়ে গেছে।”
দুর্ঘটনার শিকার পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রিজভী বলেন, “মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। এখনও সেই ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। নিজেই বিশ্বাস করতে পারছি না কী থেকে কী হয়ে গেল। তবুও সবাই প্রাণে বেঁচে আছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আমাদের মাঝে এখনও অনেকে মানসিকভাবে ট্রমাটাইজড। সকলেই আমাদের জন্য দোয়া করবেন।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে প্রস্তুত ছিলেন। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে সবাইকে আগেই উদ্ধার করা হয়।

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ জন শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে লালকুঠি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে এবং কেউ হতাহত হননি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, “নৌকায় ১৫-২০ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় একটি লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নদীতে লাফ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়। বর্তমানে সবাই নিরাপদে আছেন।”
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার রাতে নৌকা ভ্রমণে বের হন। রাতের দিকে লালকুঠির ঘাট এলাকায় পৌঁছালে লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায়।
ঘটনায় ডুবে যাওয়া শিক্ষার্থী মোকছেদুল ইসলাম বলেন, “আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালকদের বারবার বলার পরেও তারা নৌকা সরাতে পারেননি। এরপর পাশ দিয়ে লঞ্চ আসতে দেখে আমরা নদীতে লাফ দিই। তিনজন মেয়েসহ সবাই নিরাপদে আছি। তবে দুইজনের ফোন হারিয়েছে এবং কয়েকজনের ফোন নষ্ট হয়ে গেছে।”
দুর্ঘটনার শিকার পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রিজভী বলেন, “মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। এখনও সেই ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। নিজেই বিশ্বাস করতে পারছি না কী থেকে কী হয়ে গেল। তবুও সবাই প্রাণে বেঁচে আছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আমাদের মাঝে এখনও অনেকে মানসিকভাবে ট্রমাটাইজড। সকলেই আমাদের জন্য দোয়া করবেন।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে প্রস্তুত ছিলেন। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে সবাইকে আগেই উদ্ধার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
২ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে গ্রাম কিংবা শহর সর্বত্রই মশা আর মশাবাহিত রোগ যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। মশা দেখলেই অনেকে আতঙ্কে থাকেন এই যেন ম্যালেরিয়া, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া হলো।
৬ ঘণ্টা আগে
সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় জিডিটি করেন তিনি।
৬ ঘণ্টা আগে