বিমান উপদেষ্টা

‘পর্যটন-বিমান খাতে যুগোপযোগী ব্যবস্থা প্রয়োজন’

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৭: ৫৯
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯: ০৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, 'আমাদের দেশের পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন আনতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি। যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।'

বিজ্ঞাপন

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী এক সৌজন্য সাক্ষাৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সভায় বিমান উপদেষ্টা বলেন, 'ঈদের ছুটিতে আমরা সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছি। এখন সময় এসেছে নতুন উদ্যমে কাজ শুরু করার। আমরা যে কাজগুলো ছুটির আগে শুরু করেছিলাম—বিশেষ করে ট্রাভেল এজেন্সি-সংক্রান্ত কার্যক্রম, আইন-কানুনের সংস্কার—সেগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে।'

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত