আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঐকমত্যের স্বার্থে দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ আলী রীয়াজের

স্টাফ রিপোর্টার

ঐকমত্যের স্বার্থে দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ আলী রীয়াজের

জাতীয় ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, আরেকটু এগিয়ে আসলে দ্রুত জুলাই সনদ করার মাধ্যমে এ অংশ (সংলাপ) শেষ করতে পারি।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মূলতবি অধিবেশনে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠকে ৩০ টি দল ও জোটের নেতারা উপস্থিত আছেন। যাদের মধ্যে দুটো জোটের নেতারা আছন।

রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা এখানে এসেছি বিশেষ পরিস্থিতিতে, সে পরিস্থিতিটা অন্তত কঠিন ও কঠোর। ১৬ বছরের সংগ্রাম, হাজার খানেক (জুলাই গণঅভ্যুত্থান) মানুষের আত্মদান, বহু লোকের অভিজ্ঞতা, বহুলোক এখনো নিখোঁজ। এটা বিবেচনায় রেখে আমরা একমত হতে পারি।

তিনি বলেন, পাশাপাশি নির্বাচন ও বিচারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে। আমাদের অনুরোধ আরেকটু ছাড় দিতে হবে, তাহলে এক জায়গায় আসতে সহজ।

সংলাপ দেশের মানুষ প্রত্যাশা নিয়ে দেখছেন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এটা আমাদের মেনে নিতে হবে যে, অনেক বিষয়ে আলোচনার পরে নীতিনির্ধারকদের (দলীয়) কাছে ফিরতে হয়। কারণ আলোচনায় নতুন নতুন বিষয় আসে, যাতে রাজনৈতিক দলগুলোর কাছাকাছি আসার সুযোগ রয়েছে। আমাদের যেহেতু সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য পৌঁছাতে হবে। সে জন্য সকলকে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। সে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হলে নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলুন।

তিনি বলেন, গত কয়েকদিনের আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে গেছে, বিশেষ করে উচ্চ-কক্ষ গঠন ও প্রক্রিয়া, নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক জায়গায় আসতে পারিনি। এগুলো নিয়ে আরও গুরুত্বের সঙ্গে কথা বলার দরকার।

রাজনৈতিক দলগুলোর অনুরোধ বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আগামী দুইদিন (সোমবার ও মঙ্গলবার) সংলাপের বিরতি থাকবে বলে জানিয়েছেন আলী রীয়াজ। এসময়ে রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে বলেও মন করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন