আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি

স্টাফ রিপোর্টার

অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ অবস্থায় ফের আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।

‘কিন্তু (বিটিআরসি) আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই,’ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

‘আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন,’ বলেন মোল্লা।

অন্যদিকে সরকার বলছে, দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

আগামী ১৬ ডিসেম্বর এই সিদ্ধান্ত সারাদেশে কার্যকর করার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন