বাংলা একাডেমিতে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩৩

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।
সোমবার দুপুরে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
তিনি বলেন, আমাদের টিম সকাল থেকে বাংলা একাডেমিতে জনবল নিয়োগ এবং অন্যান্য দুর্নীতির বিষয় নথিপত্র দেখছে। দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চলমান তাকবে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com