আমার দেশ অনলাইন
দেশের বিভিন্ন স্থান থেকে কম বয়সী নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে চীনের পাচার করত একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র। সেখানে যাওয়ার পর তাদের চালানো হতো অমানবিক নির্যাতন। এমনই এক চক্রের হোতা আব্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্বাস মোল্লা (৩৬), ফরিদপুরের জাহিদুল ইসলাম ওরফে বাবু (৩১), ঢাকার আদাবরের মিনার সরদার (৩০) এবং গোপালগঞ্জের মোহাম্মদ রিপন শেখ (২৮)। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, আমাদের কাছে এমনই এক ঘটনার ভুক্তভোগী একটি অভিযোগ দেন যে, তিনি ও তার খালাতো বোন নারী পাচার চক্রের খপ্পড়ে পড়ে চীনে বন্দি। সেখানে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি। এক পর্যায়ে চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ওই ভুক্তভোগী পিরোজপুরে একটি বিউটি পার্লারে কাজ করতেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবু নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। কথা বলার এক পর্যায়ে বাবুর কাছে ঢাকায় চাকরির সন্ধান চান তিনি। বাবু তাকে চীনে আকর্ষণীয় বেতনে চাকরির প্রস্তাব দেন। রাজি হওয়ায় ওই নারী ও তার খালাতো বোনকে ঢাকায় নিয়ে আসেন বাবু। এরপর চক্রের হোতা আব্বাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। চীনে তাদের মাসিক ১ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দেয়া হয়।
এমন লোভনীয় আশ্বাস পেয়ে সিলভি নামের এক মেয়ের মাধ্যমে চীনে পাড়ি জমান দুই বোন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের পৃথক দুটি বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। রাজি না হওয়ায় অমানবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে মামলার বাদী অসুস্থ হয়ে পড়েন। ফলে বাধ্য হয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় চক্রটি।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, দেশে ফিরে এসে থানায় মামলা করেন ভুক্তভোগী। একই সঙ্গে র্যাবের সহায়তা চান। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা প্রায় ৮ বছরের বেশি সময় ধরে চীনে চাকরি দেওয়ার নামে নারী পাচার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
দেশের বিভিন্ন স্থান থেকে কম বয়সী নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে চীনের পাচার করত একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র। সেখানে যাওয়ার পর তাদের চালানো হতো অমানবিক নির্যাতন। এমনই এক চক্রের হোতা আব্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্বাস মোল্লা (৩৬), ফরিদপুরের জাহিদুল ইসলাম ওরফে বাবু (৩১), ঢাকার আদাবরের মিনার সরদার (৩০) এবং গোপালগঞ্জের মোহাম্মদ রিপন শেখ (২৮)। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, আমাদের কাছে এমনই এক ঘটনার ভুক্তভোগী একটি অভিযোগ দেন যে, তিনি ও তার খালাতো বোন নারী পাচার চক্রের খপ্পড়ে পড়ে চীনে বন্দি। সেখানে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি। এক পর্যায়ে চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ওই ভুক্তভোগী পিরোজপুরে একটি বিউটি পার্লারে কাজ করতেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবু নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। কথা বলার এক পর্যায়ে বাবুর কাছে ঢাকায় চাকরির সন্ধান চান তিনি। বাবু তাকে চীনে আকর্ষণীয় বেতনে চাকরির প্রস্তাব দেন। রাজি হওয়ায় ওই নারী ও তার খালাতো বোনকে ঢাকায় নিয়ে আসেন বাবু। এরপর চক্রের হোতা আব্বাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। চীনে তাদের মাসিক ১ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দেয়া হয়।
এমন লোভনীয় আশ্বাস পেয়ে সিলভি নামের এক মেয়ের মাধ্যমে চীনে পাড়ি জমান দুই বোন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের পৃথক দুটি বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। রাজি না হওয়ায় অমানবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে মামলার বাদী অসুস্থ হয়ে পড়েন। ফলে বাধ্য হয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় চক্রটি।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, দেশে ফিরে এসে থানায় মামলা করেন ভুক্তভোগী। একই সঙ্গে র্যাবের সহায়তা চান। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা প্রায় ৮ বছরের বেশি সময় ধরে চীনে চাকরি দেওয়ার নামে নারী পাচার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আইন উপদেষ্টা বলেন, তাদেরকে সাব-জেল বা অন্য কোথায় রাখা হবে, সেটা দেখা ও তদারকির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা যেটা যথোপযুক্ত মনে করবেন, সেটাই করবেন। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা জানান।
৮ মিনিট আগেআইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের বিরুদ্ধে সবদলই অভিযোগ করে। একদল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে এই দলের লোক আছে। যেহেতু সবদলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।
১ ঘণ্টা আগেভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
৪ ঘণ্টা আগে