আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ-এর দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট মেঘনা গ্রুপের গাত্রদাহের কারণ: বিএফইউজে ও ডিইউজে

স্টাফ রিপোর্টার
আমার দেশ-এর দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট মেঘনা গ্রুপের গাত্রদাহের কারণ: বিএফইউজে ও ডিইউজে

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির অন্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ সই করা এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ‘মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা এই মামলা সাংবাদিকতার স্বাধীনতা হরণের স্পষ্ট প্রয়াস। মাহমুদুর রহমান এবং আমার দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট চালিয়ে যাচ্ছেন যা অনেকের গাত্রদাহের কারণ হয়েছে।’

তারা আরও বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা দেশের মুক্ত গণতন্ত্রের ওপর আঘাত। আমরা এ ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই।’

নেতৃদ্বয় বলেন, মাহমুদুর রহমান একজন খ্যাতিমান সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে জাতীয় স্বার্থে লেখালেখি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা উচিত। অন্যথায় গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন