বিএফইউজে নির্বাহী কমিটির সভা
অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)। শনিবার সকালে গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় এসব দাবি জানানো হয়।
সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সংবাদ সম্মেলনে দাবি
কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশের অন্যতম শীর্ষ দৈনিক জনকণ্ঠকে দখলে নিয়েছে বলে সম্প্রতি একটি অডিও রেকর্ডে দাবি করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান।
দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দানকারি বর্তমান এমডি মাহবুব মোর্শেদকে অপসারণ করতে হবে। অন্যথায় ইউনিয়ন অচিরেই বৃহত্তর কর্মসূচির মাধ্যমে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও এমডি মাহবুব মোর্শেদকে পদত্যাগে বাধ্য করবে।