আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উৎসবমুখর পরিবেশে চলছে ড্যাবের ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে চলছে ড্যাবের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিলের ভোটগ্রহণ। এতে ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ নির্বাচনে দুপুর ১টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০১৯ সালে সর্বশেষ ড্যাবের ভোট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ছয় বছর পর এবার সরাসরি ভোটপ্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করবেন ভোটাররা। সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ছিলেন ডা. আব্দুস সালাম।

দুপুরে কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার ও সমর্থকদের উপচে পড়া ভিড়। এ সময় বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা বলেন, সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যে কেন্দ্রে ভোটাররা প্রবেশ করতে পারলেই ভোট দিতে পারবেন।

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সভাপতি প্রার্থী হারুন আল রশীদ আমার দেশকে বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। এতো উৎসবমুখর পরিবেশ আগে কখনো ছিল না। মনে হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট দিতে এসেছেন সবাই। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচটি পদে এবারের ড্যাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, মহাসচিব ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র মহাসচিব পদে লড়াই হচ্ছে। মোট ভোটার তিন হাজার ১৩১ জন।

নির্বাচনে হারুন-শাকিল ও আজিজ-শাকুর প্যানেলের ছাড়াও ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অধ্যাপক হারুন আল রশীদের প্যানেলের মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে একেএম আজিজুল হকের প্যানেলের মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...