আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

স্টাফ রিপোর্টার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

এবারের পবিত্র ঈদুল আজহার দিন আগামী ৭ জুন ধরে ২১ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

সভা শেষে তিনি জানান, ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায় আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি বেলা ২টায় শুরু হবে।

এ ছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছয়দিন পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ঈদযাত্রায় স্বস্তি দিতে ঈদের আগে ৪, ৫ ও ৬ জুন এবং ঈদের পরে ১২, ১৩ ও ১৪ জুন এই ছয় দিন ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে গরুবাহী যানবাহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী পণ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

ঈদে বিদ্যুতের চাহিদা কম থাকবে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, ঈদে অনেকে বাড়ি চলে গেলে এসিগুলোর ওপর চাপ কম পড়বে। এছাড়া প্রয়োজনে তেলভিত্তিক মেশিনগুলো চালু করা হবে। আরও চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের প্রস্ততি আমরা নিচ্ছি। গত ঈদে দেড়কোটি মানুষ যাতায়াত করেছেন। ঈদের সময় যাতায়াতের ক্ষেত্রে নাগরিকরা যেন খারাপ অভিজ্ঞতার মধ্যে না পড়েন সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবার যেহেতু কোরবানির হাট ও পশু পরিবহনের ব্যাপার রয়েছে। পশুর হাটে গরু বিক্রির টাকা যেন নিরাপদে বহন করতে পারেন সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, যাত্রী, পরিবহন মালিক সমিতি, শ্রমিক নেতা সবার সহযোগিতা আমরা চাই। যেকোনো ধরনের অভিযোগ জানালে কুইক রিসপন্স করার প্রস্তুতি রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতুসচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন