সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২: ১১
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২: ২০

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে বৈঠকে মামলার অনুমোদন দেয়া হয়। ভুয়া অ্যাকাউন্ট খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে ৩ আগস্ট সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলমসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত