১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০০: ৩৪
আপডেট : ২৬ জুন ২০২৫, ০০: ৩৬

সরকার ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ‘৮ আগস্ট নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে ঘোষণা করেছে।

বুধবার দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশ দিয়েছে সরকার।

পরিপত্রে বলা হয়, প্রতি বছর ৮ আগস্ট তারিখকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 'শহীদ আবু সাঈদ দিবস' একইভাবে প্রতি বছর পালনের জন্য 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ ছাড়া ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করা হবে। প্রতি বছর এই তারিখকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত