আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপদেষ্টাদের নিরপেক্ষতার জন্য অধ্যাদেশ জারির পরামর্শ ফাওজুল কবির খানের

স্টাফ রিপোর্টার
উপদেষ্টাদের নিরপেক্ষতার জন্য অধ্যাদেশ জারির পরামর্শ ফাওজুল কবির খানের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার প্রশ্নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কোনো উপদেষ্টা পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না—এমন একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে। শুক্রবার বঙ্গগ্রাফ নামে ফেসবুক পেজের তিনটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এ কথা লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনোরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে।

তিনি লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, বিশেষ সহকারী, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই সরকার গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তবে শর্ত থাকে যে, নির্বাচনের তফশিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন