
নরসিংদীতে উপদেষ্টা ফাওজুল কবির খান
মুক্তিযুদ্ধর চেতনার নামে কি না করেছে তারা, জনগণ সব ছুড়ে ফেলেছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত সরকার সৌচাগার থেকে শুরু করে কি নেই যার নাম ফলক পরিবর্ন করেনি। আজ দেশের মানুষ তা ছুড়ে ফেলে দিয়েছে। তারা সাংস্কৃতিক ও উন্নয়নের নামে যে লুটপাট করেছে সেই বিষয়ে কাজ করছে সরকার।
















