আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করেই সেতু উদ্বোধন করলেন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর
নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করেই সেতু উদ্বোধন করলেন উপদেষ্টা

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার প্রকল্পের উদ্বোধন কালে নাম ফলকে তার নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে তিনি ফলক উন্মোচন না করে ফিতা কেটে মোনাজাত করে উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

রোববার সকালে পিপিপিভিত্তিক জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়কের উদ্বোধন কালে এ ঘটনা ঘটে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সড়কে যে অব্যবস্থাপনা চলছে তা দূর করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহনগুলো ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে। এর ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি সার্বক্ষণিক নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে।

যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেকসই, নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য সড়কের পাশাপাশি অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো সক্রিয় করতে হবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার ঘটাতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং বাইরের লোকদের ওপর নির্ভরতা কমাতে হবে।

উল্লেখ্য ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করতে ২০১৮ সালের ৬ ডিসেম্বর পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। তা ২০২২ সালের ১৫ মে থেকে কার্যকর হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন