আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্পদ বিবরণী জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সম্পদ বিবরণী জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

২০২৪-৩৫ অর্থ বছরের আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ ৩ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নিজের পাশাপাশি স্ত্রীর আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ অনুসারে তিনি এ বিবরণী জমা দিয়েছেন। ইতিপূর্বে ২০২৩-২৪ অর্থবছরের কার্যবিবরণী দাখিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন পোস্টে।

পোস্টে উপদেষ্টা লিখেছেন, আগেই আয়কর রিটার্নের সাথে এগুলি জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেয়া হয়েছে। দাখিলকৃত আয় সম্পদ বিবরণী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিবেচনায় সম্পূর্ণ নয়। কেননা এটা ৩০ জুন ২০২৫ পর্যন্ত আয় ও সম্পদের বিবরণী।

তিনি লিখেছেন জবাবদিহিতার স্বার্থে, ইনশা আল্লাহ ২০২৫-২৬ অর্থবছর সমাপ্তির পর পুনরায় আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...