আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ

আতিকুর রহমান নগরী

নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ

নেপালে বসবাসকারী ও আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কাঠমন্ডেুর বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দুপুরে দূতাবাসের ফেসবুক পেইজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে আটকে পড়া বাংলাদেশিদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান ও হোটেলে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে ।

এছাড়া জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন