মানিক মিয়ায় জুলাই অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১০

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭: ০১
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯: ১১

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, হাবিবুল্লাহ হাবিব (২৩) গার্মেন্টস কর্মী। মনসুর ইসলাম (৩৭) শিক্ষার্থী মিশু(২৩) আব্দুল্লাহ আল মিহাদ(১৭) মাহমুদুল হাসান রাহাত (২০) পলাশ (২১) ইয়াসিন আরাফাত (২৫) বেল্লাল হোসেন (৪৫) গার্মেন্টস কর্মী শরিফুল ইসলাম (৩২) আসিফ হোসেন আকাশ (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, দগ্ধদের অবস্থা গুরুতর নয় । দগ্ধদের মধ্যে, হাত মুখ মন্ডল সহ সামান্য দগ্ধ হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধ বিল্লাল হোসেন বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারের পালিয়ে যায়। গ্যাস বেলুনটি হেলিকপ্টার এর মত তৈরি করা হয়েছিল স্টেজের সামনে গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত ১০জন দগ্ধ হয়।

উল্লেখ্য, মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান উদযাপন অনুষ্ঠান’- চলাকালে হঠাৎ করে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বেলুন বিস্ফোরণের ফলে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত