যে কারণে জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ০৩
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ০৫

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের কথা রয়েছে শুক্রবার। এ নিয়ে শেষমুহুর্তে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলগুলোর সঙ্গেও জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

জানা গেছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষমুহুর্তে বড় ধরণের মতপার্থক্য দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। ফরেন সার্ভিস একাডেমীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য পাঠায়। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণপত্রও পাঠানো হয় এদিন।

সূত্রমতে, চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়নি। সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনসহ আরো পাঁচটি ইসলামপন্থী দলও স্বাক্ষর করবে না বলে জানা গেছে। সনদে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ, বাসদ-মার্কসবাদী। অন্যদিকে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরামও। এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে এনসিপির নেতাদের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ অনানুষ্ঠানিক বৈঠক করেন বলে জানা গেছে। সেখানে দলটির পক্ষ থেকে বলা হয়, বাস্তবায়ন পদ্ধতি মীমাংসা না করলে জুলাই সনদ নব্বইয়ের দশকের তিন জোটের রূপরেখার মত ব্যর্থ হবে। ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদে সই করবে না বলে ওই বৈঠকে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপি বলছে, তারা মনে করে এর আগে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় তারা ছাড় দিয়েছে। এবার আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সংস্কার বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরু করার পক্ষে।

দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ নেই। কমিশনের কাছে আমরা বলেছি সেটা না থাকলে কিভাবে স্বাক্ষর করব? কি নিশ্চয়তা আছে ওই পদ্ধতিতে এটা বাস্তবায়ন হবে। স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নেব।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত