
স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের কথা রয়েছে শুক্রবার। এ নিয়ে শেষমুহুর্তে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলগুলোর সঙ্গেও জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন।
জানা গেছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষমুহুর্তে বড় ধরণের মতপার্থক্য দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। ফরেন সার্ভিস একাডেমীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য পাঠায়। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণপত্রও পাঠানো হয় এদিন।
সূত্রমতে, চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়নি। সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনসহ আরো পাঁচটি ইসলামপন্থী দলও স্বাক্ষর করবে না বলে জানা গেছে। সনদে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ, বাসদ-মার্কসবাদী। অন্যদিকে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরামও। এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে এনসিপির নেতাদের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ অনানুষ্ঠানিক বৈঠক করেন বলে জানা গেছে। সেখানে দলটির পক্ষ থেকে বলা হয়, বাস্তবায়ন পদ্ধতি মীমাংসা না করলে জুলাই সনদ নব্বইয়ের দশকের তিন জোটের রূপরেখার মত ব্যর্থ হবে। ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদে সই করবে না বলে ওই বৈঠকে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপি বলছে, তারা মনে করে এর আগে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় তারা ছাড় দিয়েছে। এবার আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সংস্কার বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরু করার পক্ষে।
দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ নেই। কমিশনের কাছে আমরা বলেছি সেটা না থাকলে কিভাবে স্বাক্ষর করব? কি নিশ্চয়তা আছে ওই পদ্ধতিতে এটা বাস্তবায়ন হবে। স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নেব।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের কথা রয়েছে শুক্রবার। এ নিয়ে শেষমুহুর্তে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলগুলোর সঙ্গেও জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন।
জানা গেছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষমুহুর্তে বড় ধরণের মতপার্থক্য দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। ফরেন সার্ভিস একাডেমীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য পাঠায়। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণপত্রও পাঠানো হয় এদিন।
সূত্রমতে, চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়নি। সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনসহ আরো পাঁচটি ইসলামপন্থী দলও স্বাক্ষর করবে না বলে জানা গেছে। সনদে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ, বাসদ-মার্কসবাদী। অন্যদিকে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরামও। এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে এনসিপির নেতাদের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ অনানুষ্ঠানিক বৈঠক করেন বলে জানা গেছে। সেখানে দলটির পক্ষ থেকে বলা হয়, বাস্তবায়ন পদ্ধতি মীমাংসা না করলে জুলাই সনদ নব্বইয়ের দশকের তিন জোটের রূপরেখার মত ব্যর্থ হবে। ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদে সই করবে না বলে ওই বৈঠকে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপি বলছে, তারা মনে করে এর আগে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় তারা ছাড় দিয়েছে। এবার আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সংস্কার বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনা শুরু করার পক্ষে।
দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ নেই। কমিশনের কাছে আমরা বলেছি সেটা না থাকলে কিভাবে স্বাক্ষর করব? কি নিশ্চয়তা আছে ওই পদ্ধতিতে এটা বাস্তবায়ন হবে। স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নেব।

সরেজমিন দেখা যায়, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পানির অভাবে লালমনিরহাটের তিস্তা নদীতীরবর্তী এলাকার রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষখোঁচা, কালমাটি, চরবৈরাতি, ভোটমারী, সানিয়াজান, সিন্দুর্না, ডালিয়াসহ অন্তত শতাধিক চরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শনিবার রাতে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক আমার দেশকে বলেন, ‘বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সিন্ডিকেটে জড়িত; তারা একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে চক্র গড়ে পেঁয়াজের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর এ কারণে
৫ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১২ টার দিকে রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর
৮ ঘণ্টা আগে
বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
১১ ঘণ্টা আগে