আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবৈধভাবে স্কুলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি: মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে স্কুলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি: মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির মাধ্যমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ এবং ৩১ জন শিক্ষককে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগে ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদক জানায়, প্রথম মামলার অভিযোগে বলা হয়—অনিয়ম ও প্রতারণার আশ্রয়ে উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করে শুধুমাত্র পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা না থাকা, নিয়োগ বোর্ডে কোনো ডিজি বা ডিজির প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক না রাখা, বিজ্ঞাপনে চাওয়া এনটিআরসিএ সনদ না থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়া, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া, এমনকি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করার মতো নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।

এ অভিযোগে রাশেদ খান মেননসহ সংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

এই মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেনন, স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব লে. কর্নেল (অব.) আলমগীর হোসেন, গভর্নিং বডির সাবেক সদস্য ডা. মাহবুব উর রহমান, মো. আবুল হোসেন, মীর মোশাররফ হোসেন ও জহিরুল ইসলাম খানকে।

এ ছাড়া শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্যামলী হোসেন, মাহমুদা সুলতানা, আয়শা সিদ্দিকা, নাসরিন আফরোজ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তুহিন বিশ্বাস, মো. বজলুর রহমান, মো. রাসেল, মো. হারুন-অর-রশিদ খান, মো. মোশারফ হোসেন, উৎপল বিশ্বাস, এ কে এম মাসুদ রানা ও মো. আরিফুল ইসলামকেও আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, নিয়োগপত্রে এমপিওভুক্ত বেসরকারি স্কুলের চাকরিবিধি প্রযোজ্য হবে—এমন শর্ত উল্লেখ থাকলেও ওই বিধি অনুযায়ী স্কুল শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সর্বোচ্চ সিনিয়র শিক্ষক পদ পর্যন্ত পদোন্নতি পেতে পারেন। প্রভাষক পদে পদোন্নতির কোনো সুযোগ না থাকলেও অবৈধভাবে ৩১ জন শিক্ষককে প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যা আইন ও বিধিগতভাবে স্বীকৃত নয়।

এ অভিযোগে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাশেদ খান মেননসহ সংশ্লিষ্ট ৩৭ জনের বিরুদ্ধে একই আইনে মামলা করা হয়েছে।

এই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি রাশেদ খান মেনন, লে. কর্নেল (অব.) আলমগীর হোসেন, ডা. মাহবুব উর রহমান, মো. আবুল হোসেন, মীর মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম, শ্যামলী হোসেন খানসহ কলেজের প্রভাষক মাহবুব আলম বাচ্চু, মো. গোলাম মোস্তফা, নিলুফার ইয়াসমিন, শাহ মো. জুয়েল রেজা, মো. আজগর আলী, গাজী আবুল বাশার, মোহাম্মদ সাইফুল ইসলাম, আইনুন নাহার, মমতাজ বেগম, জন ফ্লেরিয়ান গোমেজ, নাসিমা বেগম, হিমানী সেন, কামরুন নাহার, মো. আব্দুল আজিজ, মনিরুজ্জামান, তাকসিনা আক্তার বানু, সাবিনা নাজনীন, মো. দাউদ ইকবাল, শাহীন বেগম, মো. সাজ্জাদ হোসেন, সুকান্ত চন্দ্র সাহা, তাহমিনা ইয়াসমিন, ইসমত আরা ফারুক, মারুফা সুলতানা, ফারহানা রহমান, হাবিবা আক্তার খানম, আজীমুন নাহার, সৈয়দা ফাহিমা বেগম, এইচ এম গিয়াস উদ্দিন ও রওশন আরা তানজিম।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...