জনসংখ্যা নিয়ে বিবিএসের তথ্যে আপত্তি ইসির

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৭

দেশের জনসংখ্যা নিয়ে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) দেওয়া তথ্যে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির কমিশনার তাহমিদা আহমদ জানান, ইসির ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি।

ইসি তাহমিদা বলেন, জনসংখ্যা নিয়ে বিবিএসের তথ্যে আপত্তি রয়েছে। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে তথ্যটা পেয়েছি। এটা একদম ঠিক তথ্য। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায়ই রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ। ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। শুধু ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এক সংলাপে তিনি এ তথ্য জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত