আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে গুলি করার ফুটেজ প্রকাশ, যা জানা গেল

আমার দেশ অনলাইন
হাদিকে গুলি করার ফুটেজ প্রকাশ, যা জানা গেল
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সঙ্গে একটি পোস্টও দেন তিনি।

বিজ্ঞাপন

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ওসমান হাদিকে দুপুর ২.২০ মিনিটে কেবল একটি গুলি করে কালো রংয়ের মোটর বাইকে করে শুটার পালিয়ে যায়। আরো সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই আততায়ীদের খুঁজে বের করতেই হবে।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন