উপদেষ্টাসহ সরকারি সব পদ ও দায়িত্ব থেকে নাহিদের ইস্তফা
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ সরকারি সব পদ ও দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে পদত্যাগের কথা সাংবাদিকদের জানান তিনি।
যমুনার বাইরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, তিনি এখন থেকে নতুন দলের দায়িত্ব নিচ্ছেন। সরকারে থাকার চেয়ে রাজপথে ফিরে আসাই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন তিনি।
এমএস
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com