স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান ড. ইউনূসের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২: ৪০
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৪: ০৩
ছবি: সংগৃহীত

স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্ণিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

yunus-21

১৯৫৫ সালে বিশ্ব জাম্বুরিতে যাওয়ার গল্প শোনালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্ব ভ্রমণ করলে বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে অবগত হওয়া যাবে।

ড. ইউনূস বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত