আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদুর রহমানের আহ্বান: শান্ত থাকুন, বিশৃঙ্খলার সুযোগ দেবেন না

আমার দেশ অনলাইন

মাহমুদুর রহমানের আহ্বান: শান্ত থাকুন, বিশৃঙ্খলার সুযোগ দেবেন না

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আমার তরুণ সাথী শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাইয়ের এই অগ্রনায়কের মৃত্যুর খবর শুনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জাতি হিসেবে এ মুহূর্তে আমাদের কর্তব্য মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করা যেনো তিনি এই শাহাদাত কবুল করেন। হাদির মতো বিপ্লবী পাওয়া একটা জাতির জন্য পরম গর্বের।

বিজ্ঞাপন

সরকারের কাছে আমার দেশ সম্পাদকের দাবি, যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় যেনো ওসমান হাদিকে দাফন করা হয়। তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক। এতে করে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তার আধিপত্যবাদবিরোধী সংগ্রামের চেতনা থেকে উজ্জীবিত হবে।

মাহমুদুর রহমান বলেন, আমি সারা দেশের আপামর জনসাধারনের কাছে আহবান জানাচ্ছি, সুশৃঙ্খল ভাবে ওসমান হাদির জানাযা এবং দাফনে অংশ গ্রহন করুন। আবেগ নিয়ন্ত্রণ করে আপনারা শান্ত থাকুন। মনে রাখতে হবে, দেশের শত্রুরা বিশৃঙ্খলার সুযোগ গ্রহনের জন্য অপেক্ষা করছে।

আল্লাহ রাব্বুল আল আমিন যেনো শরিফ ওসমান হাদির পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন