পাঠ্য বইয়ে থাকবে হাজী শরীয়তুল্লাহ-দুদু মিয়া-বাদশা মিয়ার ইতিহাস

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৯
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৬

হাজী শরীয়তুল্লাহ (রহ.), পীর দুদু মিয়া (রহ.) ও পীর বাদশা মিয়া (রহ.) জীবনী ও অবদান আগামীতে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা ‍দিয়েছেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলায় হাজী শরীয়তুল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদরাসার ৮০ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, তাঁদের কারণে এ দেশের মানুষ শিরক ও বে'দাত মুক্ত হয়েছিল। তাঁদের জীবনী ও অবদান আগামীতে পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে, যাতে বর্তমান প্রজন্ম তাঁদের জীবনী সম্পর্কে জানতে পারে।

মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই।

ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, ‘ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা শ্রমিকদের উপর অত্যাচার করতো। তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিতো। কৃষকদের জুলুম করতো। তারা জোর করে কাজ করাতো। কৃষকরা তাদের নায্যামজুরি পেত না। ব্রিটিশ শাসকের প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকেই। হাজী শরীয়তুল্লাহর (র.) আস্তানা ফরায়েজী আন্দোলন প্রতিষ্ঠা করতে তাঁরা কাজ করেছেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আমরা এক হই, ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামের সঠিক ইতিহাস অনেক মানুষ ভুলে গেছে, আমাদের ইসলামের সঠিক ইতিহাস মানুষের মাঝে তুলে ধরতে হবে। আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, দিলকে বড় করি। সমস্ত মুসলমানদের বুকে জড়িয়ে নিতে হবে। আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। ঐক্য শক্তির কোনো বিকল্প নেই।

উল্লেখ্য,হজরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত হাজী শরীয়তুল্লাহর আস্তানার বাহাদুরপুর শিবচর, মাদারীপুরে ঐতিহাসিক বাহাদুর পুর মাদরাসার তিন দিনব্যাপি ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার শুরু হয়। মাদরাসার বার্ষিক ৮০তম ওয়াজ মাহফিল বর্তমান পীর সাহেব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব উদ্‌বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট আলেমগন বয়ান করেন।

আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, মুফতি নজরুল ইসলাম কাসেমী প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত