আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে ২য় দিনের রাষ্ট্রীয় শোক চলছে

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার মৃত্যুতে ২য় দিনের রাষ্ট্রীয় শোক চলছে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক চলছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক শেষ হবে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত, আধাসরকারি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সচিবালয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীকে খালেদা জিয়ার অতীত নিয়ে আলোচনা করতে দেখা গেছে। কেউ কেউ কালো ব্যাচ ধারণ করেছেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন