ঢাবি সংবাদদাতা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন এবার সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি।
রোহিঙ্গা নিয়ে সেপ্টেম্বর নিউইয়র্কে উচ্চ পযায়ের সম্মেলন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
হাসিনা সরকারের আমলে মেগা প্রকল্পগুলো ছিল মেগা ডাকাতির প্রকল্প বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
৫৪ মন্ত্রণালয়ে ১২৯ সুপারিশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
পণ্যের দাম কমেছে, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন থেকেও ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এ ভাষণ দিচ্ছেন তিনি। সর্বশেষ গত ২৫ মার্চ প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।
সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই গণহত্যার ২০ তারিখ কার্যক্রম, সরকারের সংস্কার ও আগামী নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে।
জাতির উদ্দেশ্যে দেওয়া আজকের ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার এর আগে জাতির দেওয়া ভাষণে নির্বাচনের একটি সময়সীমা তুলে ধরেছিলেন। সেখানে তিনি চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন। আজকের ভাষণে সুনির্দিষ্টভাবে জানানোর সম্ভাবনা রয়েছে যে, কোন মাসে নির্বাচন হবে।