জুলাই সনদ বাস্তবায়নে দুই বিষয়ে ঐকমত্য

দলগুলোর হাতে চূড়ান্ত সনদ, রোববার ফের বসছে ঐকমত্য কমিশন

স্বাক্ষরে দুই প্রতিনিধির নাম প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২২
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৫০

জুলাই সনদের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, তা বাস্তবায়নের ক্ষেত্রে দুইটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে দলগুলোর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ড. আলী রীয়াজ জানান, সুপারিশের যে সব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সে সকল বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী রবিবার বেলা আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসবে বলেও জানান ড. আলী রীয়াজ।

এদিকে, দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ গতকাল পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক দলের শীর্ষ নেতা। এ সনদে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য দলগুলোর কাছে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে দুইজন প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত